তাকে আমি কিসের সাথে তুলনা করি,
কি করে বলি সে আমার কে?
কতটা জুড়ে সে ছিলো,
আমাদের অনুভূতি গুলো কতো কিছু এক সাথে অনুভব করেছে কি করে গল্পের মাঝে তুলে ধরি?
সে আমার কাছে বসন্তের ফুলের মতো।
সুরভিত, সুন্দর শুষ্ক রুক্ষ তীব্র তুষারের পরে জেগে ওঠা ফুলের মতো।
চারিদিক সুন্দর, কেমন যেন উৎসব মুখর।
আনন্দে বিমোহিত, চোখে ঠোঁটে হাসি।
হাতে হাত রেখে বলে ওঠা আমি তোমায় অনেক ভালবাসি।
উৎসব শেষ হয়ে যায়,
ঋতু আবার বদলায়।
ভালবাসার সেই সুন্দর অনুভূতি বসন্ত শেষে মুষড়ে যাওয়া ফুলের মতো মাটিতে অনাদরে পরে রয়।
কাননের ফুল কাননে ঝরে যায়,
ভালবাসা অপূর্ণ থেকে যায়।
কি করে বলি সেই হারিয়ে যাওয়া প্রেমের কথা?
কি করে বলি সে আমার কতোটা ভাললাগা।
মুছে যদি দেই সব,
মুছে যাবে সব।
অনুভূতি গুলো এলোমেলো হয়ে যায়।
দেখা হয় না আর, বলা হয় না ভালবাসি।
নতুন পথের যাত্রী, নতুন নতুন মুখ।
তবুও কি ভীড়ের মাঝে হারিয়ে যাওয়া মানুষের কথা এক বার মনে পরে?
মনে পরে কেউ আছে বসন্ত ঋতুতে?
যে সুখের খোঁজে, যে জয়ের আশায় ছেড়ে ছিলে হাত
তা কি সবই হয়েছে তোমার?
-সুগার টি