প্রজাতি

আমি খুব ভালো আঁকতে পারি না। আমি আঁকা শিখি নি কোন দিন। কিভাবে ভালো আঁকা যায়, কোন পেন্সিল ব্যবহার করতে হয়? জানিনা। তবে আঁকতে ভালো লাগে। আমি কোন দিন নিজের জন্য কিছু করিনি৷ ইদানীং নিজের জন্য করছি। বেঁচে থাকার সাথে সাথে দুনিয়ার নেয়ামত গুলো উপভোগ করার চেষ্টা করছি। দেখা যাক কতো দূর যেতে পারি।