
আজ মন এতো বেশি বিষাদে ছায়া যে মনে হচ্ছে আমি বেঁচে নেই। তবে আমার প্রিয় বিষয় কি জানেন? বেঁচে থাকা। কিছু মানুষের জীবনের জানালা খোলা থাকে, কিছু মানুষের বন্ধ। আমি আমার মনের রাজা, মনে রানী কখন কি করি আমি নিজেও জানিনা। তবে জানি বেঁচে থাকতে হবে, যতো দিন না মৃত্যু আসে। কবিতা কিন্তু আমি প্রতিদিন লিখি। কিন্তু কেন জেন প্রকাশ করতে ইচ্ছে করে না। আকা আকি করা হয় ছুটির দিনে। আমি ব্যস্ত মানুষ তা না। শুধু সময় এতো কম যে আমি ঠিক ঠাক ব্যবহার করতে পারি না।
-সুগার টি