ছাই

সব কিছু শেষ হয়ে গিয়েছে।
শুধু রয়ে গেছে ছাই।
ছাই প্রমাণ করে এখানে অনেক বড় ধরনের আগুন লেগেছিলো।
পুড়েছিলো অনেক কিছু।
কেউ জানেনা সেই ক্ষত কতোটা গাঢ় ৷
কেউ বোঝে না ভুলে যাওয়া কতো কঠিন ।
আমি মোটেও মহৎ এর খাতায় নাম লেখাতে যাব না।
আমি ভুলের গল্প বলব না, শুনব না।
কিন্তু এই ছাই এর উপর আবার আগুন ধরালে ভুল হয়ে যাবে।
আমি চাই সেসব মানুষও ভালবাসার ভিক্ষে চাইবে কারোর কাছে।
আমি চাই সেই অনুভূতির গুলো তারাও অনুভব করুক কাররো জন্য,
যা আমি করেছিলাম তাদের জন্য৷
তারাও অপমানিত হোক আমারি মতো।
তাদেরও ফিরিয়ে দিক কেউ তাদেরই মতো।
আতংকে দিন কাটুক।
হারানোর ভয়ে দিন কাটুক,
ইনসিকিউরড ফীল করুক ঠিক তেমনই যেমন টা ফীল করেছিলাম আমিও।
ঘুমের ওষুধ খেয়ে ঘুম আনুক, ভীষণ ভয়ে কান্না করুক।
ডিপ্রেশনের ডাক্তার দেখাক, আতংকে ঘুম ভেঙে যাক।
তারা যে অতি ভালো মানুষ হয়ে আছে সবার মাঝে তা অক্ষয় থাকুক।
তারা যেন কখনো বলতে না পারে তাদের ভুলের কথা কাউকে।
তারা যেন কোন সাহায্য না পায়, নিজেদের ভুলের প্রাসচিত্ত করার জন্য।
তারা যেনো কোনো ভাবেই ভালো থাকতে না পারে।
তারা যেনো কোন ভাবেই ভালবাসা খুঁজে পেতে না পারে।
দুই রাকাআত নামজ পড়ে দোয়া দিয়ে কিনে নিবে মাফ?
এতো সস্তা নাকি সব?
এতো সহজে হয়ে যাবে এতো ভুলে সমাধান?
তা আবার হয় নাকি?
জ্বলতে হবে তোমাকে যেমন জ্বলে ছিলাম আমি।
কাঁদতে হবে তোমায়ো যেমন কেঁদে ছিলাম আমি।
তোমার করা দোয়ায় আমার জীবনের কিছু যায় আসে না।
তোমার করা দোয়া শুধু মাত্র এক সংখ্যা ছাড়া কিছুই না।
ঘৃণা আর অপমানের অনুভূতি এক ভয়ংকর মিশ্রণ।
তুমি যেন সুখী না হও।
তুমি যেন সফল না হও।
তুমি যেন তোমার না হও।
তুমি যেন তার না হও।
সে যেন তোমার না হয়।
তুমি নিজেই পৌছে যাবে তোমার গন্তব্যে।
তোমার কারণে অনুভব করা সকল অনুভূতি তুমি দ্বিগুণ, তিনগুন, চার গুন করে ফিরে পাবে নিজেরই গুণে।
এই আমার আশা।
-সুগার টি

উৎসর্গ: এখানে আমার এবং আমার পরিচিত মন ভাঙা সকল মানুষের অনুভূতি অনুভব করে লেখা। এই কবিতা তাদের সবার। আমার একার না। এটা আমার প্রিয় মানুষ গুলোর সেসব কষ্ট যা শুধু আমি শুনেছিলাম, অনুভব করেছিলাম। ভালো থাকুক আমার প্রিয় মানুষ গুলো, খবর আসুক তাদের অপরাধীরা ভালো নেই তাদের ছাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *