by সুগার টি
সময় যা কিছু দিয়েছে দু’হাত ভরে।
তা নিয়ে যাবে দু’হাত খালি করে।
আমার তো ছিলো না কিছু,
আমার হয় নি কিছুই।
যা পেয়েছিলাম সঠিক বা ভুল সময়ে।
তা আবার ফিরিয়ে নিয়েছে সঠিক বা ভুল সময়ে।
এবার আমার বিদায়ের বেলা।
ঘোর অন্ধকারে ভয় নেই আর।
কঠিন সময়কে অমৃত ভেবে পান করা হবে আজ।
যদিও তা হালাহালের থেকেও বিষাক্ত।
তবুও পান না করে থাকা অসম্ভব।
সময়ের দাবী।
মিটাতে হবে আজই।
অমর হতে নয়।
অমর করতে।
আর অপেক্ষা নয়,
এখন সময় সময়ের কাছে নিজেকে বিলিয়ে দেয়ার।
হয় তো অপরিচিত এই মানুষটির জীবনে কিছুই নেই।
কেউ করছে না অপেক্ষা।
কেউ ভালবাসছে না,
কারোর হুস নেই আমায় নিয়ে।
সময় তো আছে,
তাই সময়ের কাছেই যাবা।
অপেক্ষা শেষ,
অস্তিত্ব শেষ।
খুঁজেও পাওয়া যাবে না আজকের আমাকে।
ছেড়ে দেও এবার আমায়।
যদিও ধরে নেই কেউ।
তবু আছে কিছু মায়ার বাধন।
তা ছাড়িয়ে যেতে হবে বহু দূর।
অনন্তকালের পথ,
ফুরবে না কখনোই।
যেতে হবে আজই।
বহু দূরের পথ…
-সুগার টি