সে নেই, কোথাও নেই।
এতো দূরের পথ পারি দেয়া শেষ।
চোখ আজো লাল হয়,
মন আজো বিষিয়ে যায়।
চোখ নোনা হয়ে যায়।
হাসি বেধে যায় গলার মাঝখানে।
সে নেই।
তবুও সে নেই।
পরাজিত মানুষ বেঁচে থাকে কোন ভাবে।
যারা জীবনের গল্প বলে,
ফুল্কি দিয়ে কষ্ট মুছে দিয়ে তৈরি করে গল্প,
আমি তাদের মতো নই।
আমি মন খারাপ করে আকাশ দেখি।
কতো দূর সেই পথ,
অচেনা মানুষ, অচেনা নাম।
কি ভয়ানক কথা,
আমাকে যেতে হবে।
চাই বা না চাই।
যেতে হবে দূর বহু দূর!
আমি সব কিছুতে হেরে যাওয়া পরাজিত মানুষ।
সুখ? শান্তি? নিরাপত্তা? ভালবাসা!
শব্দ।
অমিল এলোমেলো শব্দ।
ঠিক জীবনের মতো।
-সুগার টি
