
stories


Fruit & White

look of love

Nothing Gold Can Stay
Ode to the West Wind

Ask Me


About Life of Poem
এখানে আমার, আমাদের এবং তোমার, তোমাদের জীবনের কবিতা বলা হবে। আমি কাল্পনিক মানুষ, কাল্পনিক গল্প লেখে যেতে পারি কবিতার ছলে।
পথপ্রদর্শনকারী বই
‘তিনিই (আল্লাহ) তাঁর বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন, তোমাদের অন্ধকার থেকে আলোকে আনার জন্য। আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু।’ (সুরা : হাদিদ, আয়াত : ৯)
নিশ্চয়ই সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করছি, তার নিকট সাহায্য প্রার্থনা করছি এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমরা আমাদের অন্তরের যাবতীয় অনিষ্ট ও আমাদের মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।

কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ

রিয়াদুস সালেহীন সকল খন্ড

সীরাতে ইবনে হিশাম
হযরত মুহাম্মদ (সা:) এর জীবনীগ্রন্থ
“
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরুপও হননি।
আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
তিনি কি আপনাকে এতীমরুপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।-