আমরা কি চাই?
প্রতিটি মানুষের মধ্যে নির্দিষ্ট কিছু আকাঙ্ক্ষা থাকে। ব্যক্তিগত বা পারিবারিক জীবনের সকল পরিকল্পনা কিছু নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে। মানুষ প্রশান্তি খোঁজে, নিরাপত্তা খোঁজে। এজন্য দরকার – ১)প্রথমে ভালোভাবে চিন্তা করার পদ্ধতি গুলো জানা ও তার ব্যবহার করা। ২)নিজেকে জ্ঞানের মাধ্যমে আরও সমৃদ্ধ করে তোলা। ৩)আত্ম-সন্দেহ থেকে মুক্ত করে ও আত্মবিশ্বাসকে আরও জাগ্রত করা ৪)সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে থাকা ৫) সুস্থ ভাবে চিন্তা ভাবনা করা এবং নিরপেক্ষ ভাবে চিন্তা করার মনোভাব তৈরী করা।